গ্রাম পুলিশের দায়িত্বঃ- বাংলাদেশের অন্ন্যতম সেবা প্রদান কারী দল হচ্চে গ্রাম পুলিশ, তাদের সেবা অতুলিনীয়। ১.জনগনের সকল ধরনের সেবা প্রদান করা। ২.রাষ্টিয় আইন কানুন মেনে জনগনকে সেবা নিশ্চিত করা। ৩.সরকারী নিয়ম ভিত্তিক জনগনকে উৎসাহিত করা।এছারাও যেমন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশবাহিনীকে সহযোগিতা করা।যেমনঃ- জাতীয় ও স্থানীয়নির্বাচন, দূর্গাপুজায় যোগ্যতা সম্পন্ন গ্রাম পুলিশ বাছাই ও নিয়োগ প্রদান। আত্বসামাজিক উন্নয়নে প্লাটুনভূক্ত সদস্য/সদস্যাদের যোগ্যতা অনুসারে বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের জন্য বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী প্রেরণ করা।সেলাই,এয়ারকন্ডিশনার, ফ্রিজ, ইলেকট্রিশিয়ান, বেসিককম্পিউটার, মটরড্রাইভিং, মোবাইল ফোন সে টমেরামত, ওয়েলডিং সোয়েটার নিটিং, হাঁস-মুরগীপালন ও মৎস্য চাষসহ বিভিন্ নপেশাভিত্তিক প্রশিক্ষণের জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষণার্থী বাছাই ও প্রশিক্ষণের জন্য বিভাগীয় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কোঠা মোতাবেক প্রেরণ নিশ্চিতকরণ। উপজেলা প্রশাসনকে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করা। জন্ম নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর আদায় করা এদের মূল কাজ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS